সর্বশেষ

সারাদেশ

কুকুরের সঙ্গে ধাক্কায় কক্সবাজার-ঢাকা ফ্লাইট বিলম্বিত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার বিমানবন্দরে রানওয়ের মাঝে হঠাৎ ছুটে আসা একটি কুকুরের সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনায় এয়ার অ্যাস্ট্রার একটি উড়োজাহাজের ফ্লাইট প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়েছে। তবে ঘটনায় যাত্রীদের কেউ আহত হয়নি।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইট রানওয়ে দিয়ে ছুটে চলার সময় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইটটি টেকঅফের প্রস্তুতিতে থাকাকালীন হঠাৎ একটি কুকুর দৌড়ে রানওয়েতে চলে আসে এবং উড়োজাহাজটির সঙ্গে সংঘর্ষ হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা রানওয়ে দ্রুত পরিষ্কার করে। কুকুরটি ঘটনাস্থলেই মারা যায়। পাইলট ও গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করে কোনো ত্রুটি না পাওয়ায় রাত ৮টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে পুনরায় উড্ডয়ন করে।

কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা বলেন, “রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কায় উড়োজাহাজটির যাত্রা সাময়িকভাবে স্থগিত হয়। তবে যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদ ছিলেন।”

তিনি আরও জানান, সন্ধ্যার পর রানওয়েতে কুকুরের চলাচল বেড়ে যায়, যা নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য বিমানবন্দরে দায়িত্ব পালন করলেও এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় আরও নজরদারি ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন