আজ ছাত্রদল ও এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকায় আজ রোববার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আলাদা সমাবেশ আয়োজন করেছে।
এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’। একাধিক কর্মসূচিকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে এবং নিরাপত্তা জোরদার করেছে।
কোথায় কোন কর্মসূচি?
ছাত্রদল তাদের ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ আয়োজন করছে।
অন্যদিকে, এনসিপির আয়োজনে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ।
সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক উৎসব।
যান চলাচলে বিকল্প পথ
এইচএসসি ও বিসিএস পরীক্ষার দিন হওয়ায় এবং একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম বাড়বে—এমন পূর্বাভাস দিয়ে গতকাল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক বিজ্ঞপ্তিতে রাজধানীবাসীকে বিকল্প পথ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
যানচলাচলের জন্য বিকল্প পথ নির্দেশনা নিম্নরূপ:
উত্তর দিক থেকে আসা যানবাহন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে হেয়ার রোড বা মিন্টো রোড হয়ে চলাচল করতে বলা হয়েছে।
সায়েন্স ল্যাব থেকে এলিফ্যান্ট রোড হয়ে: কাঁটাবন থেকে ডানে নীলক্ষেত বা পলাশীর দিকে যাওয়া যাবে, অথবা কাঁটাবন থেকে হাতিরপুল হয়ে বাংলামোটর লিংক রোড ব্যবহার করা যাবে।
হাইকোর্ট-কদম ফোয়ারা ক্রসিং হয়ে আসা যানবাহন: মৎস্য ভবন থেকে হেয়ার রোড বা শহীদ মনসুর আলী সরণি (মগবাজার) হয়ে যাতায়াত করতে হবে।
কাকরাইল থেকে উত্তরে আসা যানবাহন: শাহবাগের দিকে না গিয়ে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়গামী রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।
টিএসসি, দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে: যানবাহনকে শাহবাগ এড়িয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
দুই সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। টিএসসি এলাকাকে ‘সংবেদনশীল’ বিবেচনায় এনে বাড়তি তল্লাশিচৌকি বসানো হয়েছে।
ডিএমপি ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কোনো তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা বা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে দলগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (অপারেশনস) মো. রেজাউল করিম জানিয়েছেন, রাজধানীসহ সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চলছে।
পরীক্ষার্থীদের জন্য সতর্কবার্তা
আজ ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সময় হাতে রেখে বের হতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
১১৯ বার পড়া হয়েছে