জাতীয়
ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে দুই দিনের বিশেষ অভিযানে ৪,৯৭৯টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির অভিযান, দুইদিনে প্রায় ৫ হাজার মামলা

স্টাফ রিপোর্টার
শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে দুই দিনের বিশেষ অভিযানে ৪,৯৭৯টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
অভিযান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ৩১১টি যানবাহন ডাম্পিং এবং ১২০টি যানবাহন রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার, অর্থাৎ ৩১ জুলাই ও ১ আগস্ট ২০২৫ তারিখে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর