সারাদেশ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি
কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, কারেন্ট জাল ও আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানে প্রায় ৩১ লাখ টাকার অবৈধ সামগ্রী জব্দ করা হয়।

শনিবার দুপুরে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি আশ্রয়ন বিওপি এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ৮ হাজার ৮০ পিস ইয়াবা ও ৭৭ কেজি কারেন্ট জাল। এসবের বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৩২ হাজার টাকা। উদ্ধারকৃত কারেন্ট জালগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর বিওপি’র মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৪ বোতল মদ ও ২৫৭ পিস ট্যাপেন্ডেবল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় এক লাখ ১৩ হাজার টাকা।


একইদিন রাত ১১টার দিকে চিলমারী বিওপি’র আওতাধীন শান্তিপাড়া মাঠ এলাকায় আরেকটি অভিযানে ১ হাজার পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১ হাজার ৮০ পিস আতশবাজি জব্দ করে বিজিবি। এসবের আনুমানিক মূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুযায়ী ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে।


এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, "সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন