ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর ও তালাবদ্ধ

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের শাহরাস্তিতে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছেন।
শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার ঠাকুরবাজার এলাকায় ‘শাহরাস্তি জেনারেল হাসপাতাল’-এ এই ঘটনা ঘটে।
নিহত উম্মে হাসনা রিপা (২৯) পূর্ব নিজমেহার কবিরাজ বাড়ির প্রবাসী দিদার হোসেনের স্ত্রী। গত ২৬ জুন তিনি ওই হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কনসালটেন্ট ও হাসপাতালের চিকিৎসক ডা. তানজিনা সুলতানা।
চার দিন পর ছাড়পত্র দিয়ে রিপাকে বাড়ি পাঠানো হলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং ব্যথা বেড়ে যাওয়ায় ১৫ জুলাই ফের হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতেই তাকে কুমিল্লার টাওয়ার হাসপাতালে পাঠানো হয়, যেখানে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়—সিজার করার সময় মূত্রথলি কেটে ফেলেছেন চিকিৎসকরা এবং বিষয়টি গোপন রাখা হয়েছিল।
চিকিৎসার জন্য পরে তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অবশেষে ২৯ জুলাই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার সকালে মরদেহ শাহরাস্তিতে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বজন ও এলাকাবাসী ক্ষোভে শাহরাস্তি জেনারেল হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং প্রধান ফটকে তালা দেন।
রিপার পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসার বিষয়টি গোপন করেছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে গিয়ে রোগীকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সময়মতো যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণেই মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কারও সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পরিস্থিতির ভয়ে তারা আত্মগোপনে রয়েছেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ কেউ জমা দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১০৮ বার পড়া হয়েছে