সুন্দরবন স্কয়ারে অগ্নিকাণ্ড, আগে থেকেই ছিল ঝুঁকির তালিকায়

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট শনিবার (২ আগস্ট) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়।
মার্কেটটি গত চার বছর ধরে অগ্নিঝুঁকির তালিকায় থাকলেও কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভোরে দোকান খোলার ঠিক আগমুহূর্তে মার্কেটের পঞ্চম তলার একটি গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। দোকানি ও কর্মচারীরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। গুদামে মজুত মোবাইল এক্সেসরিজ ও বৈদ্যুতিক সামগ্রী দ্রুতই পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘন ধোঁয়া এবং দোকানিদের মালামাল বাঁচাতে বারবার ভেতরে ঢুকে পড়ার কারণে কাজটি কঠিন হয়ে পড়ে। এ সময় সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে সহায়তা করে।
ব্যবসায়ীদের অভিযোগ, বন্ধের দিন শেষে পরদিন সকালেই এমন আগুনে অনেকের গুদামে থাকা পণ্য পুড়ে গেছে। কেউ কেউ শেষ মুহূর্তে পণ্য রক্ষা করতে গিয়ে চেষ্টা করেছেন ভেতরে ঢোকার।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান গণমাধ্যমকে জানান, “এই ভবনটিতে ফায়ার সেফটি ব্যবস্থা একেবারেই নেই। বারবার নোটিশ দিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলোমেলো বৈদ্যুতিক তারের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়া সৃষ্টি হয়।”
তিনি আরও বলেন, “আমরা বহুবার এ ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি, কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।”
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
১২৪ বার পড়া হয়েছে