সারাদেশ

শৈলকুপায় কমরেড বিমল কৃষ্ণ সাহার স্মরণে আলোচনা সভা 

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধোত্তর সময়ের প্রগতিশীল রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, সাবেক ফুটবল খেলোয়াড় ও শিক্ষক কমরেড বিমল কৃষ্ণ সাহার স্মরণে এক আলোচনা সভা।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজক ছিলেন শৈলকুপার সর্বস্তরের নাগরিক সমাজ। সভার সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা, ন্যাপ, ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির প্রাক্তন নেতা জেড এ ওয়াহেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক সুজন বিপ্লব।

সভার শুরুতে প্রয়াত কমরেড বিমল কৃষ্ণ সাহার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রবন্ধ পাঠ ও শোক সংগীত পরিবেশনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বিমল কৃষ্ণ সাহা ছিলেন শৈলকুপার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন প্রগতিশীল রাজনীতিকই ছিলেন না, বরং সমাজ পরিবর্তনের সংগ্রামে নিরলস কর্মী, আদর্শ শিক্ষক, খেলোয়াড় এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবেও তাঁর অবদান অনস্বীকার্য। বক্তারা তাঁকে একজন 'নৈতিক শক্তির বাতিঘর' হিসেবে অভিহিত করেন।

আলোচনায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ খান নূন, সাংবাদিক দেলোয়ার কবির, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, বাসদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সিপিবি নেতা শ্যামল রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন মনি, উদীচীর জেলা সভাপতি কে এম শরিফুল ইসলাম, জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুব্রত মল্লিক এবং বাসদ নেত্রী রুবিনা খাতুন।

অনুষ্ঠানের শেষাংশে প্রয়াত কমরেড বিমল কৃষ্ণ সাহার স্মৃতিকে সম্মান জানিয়ে তাঁর পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিবারের পক্ষে স্মারক গ্রহণ করেন তাঁর সন্তান, সিপিবি সূত্রাপুর থানা শাখার সভাপতি বিকাশ সাহা।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন