শাহবাগে র্যাব সেজে দুর্ধর্ষ ডাকাতি: চক্রের ৮ জন গ্রেফতার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর শাহবাগ এলাকায় র্যাব পরিচয়ে সংঘটিত এক ডাকাতির ঘটনায় আট সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র্যাবের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে রঞ্জন চন্দ্র সিংহ নামের এক ব্যক্তি সচিবালয় মেট্রো স্টেশনের কাছে পৌঁছালে, র্যাবের পোশাক পরা ৩-৪ জন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। জীবন বাঁচাতে রঞ্জন তার সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগটি রাস্তায় ফেলে দিলে অভিযুক্তরা তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগটিতে ছিল প্রায় ৪ লাখ টাকা এবং ১১ ভরি স্বর্ণালংকার।
এ ঘটনায় ভুক্তভোগী ৩১ জুলাই শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ একই দিন সকাল ৮টার দিকে শাহবাগ এলাকা থেকে সংঘবদ্ধ ওই চক্রের আটজন সদস্যকে গ্রেফতার করে। তারা হলো—মিন্টু হালদার (৪২), মো. নাজমুল হাসান, নির্মল হালদার (৩৭), সালাউদ্দিন (৩৫), মো. দেলোয়ার হোসেন সিকদার (৫৫), সৈয়দ শামীম হোসেন (৪৫), পবিত্র পাল (৩৮) ও বলরাম চন্দ্র পাল (৩৭)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি র্যাব ইউনিফর্মের শার্ট, একটি প্যান্ট, দুটি হ্যাঙ্গিং ব্যাজ, চারটি সোল্ডার ব্যাজ, ছয়টি র্যাঙ্ক ব্যাজ, একটি লেনিয়ার্ড, একটি র্যাব লেখা ক্যাপ, একটি টিউনিং হ্যাঙ্গিং ব্যাজ, ১১টি মোবাইল ফোন, দুটি খেলনা পিস্তল, দুটি হ্যান্ডকাফ, দুটি সিগন্যাল লাইট এবং একটি হিরো স্কুটি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর তাতিবাজার ও স্বর্ণপট্টি এলাকায় নজরদারি চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট করে ডাকাতি করত। তারা র্যাব বা ডিবি পুলিশ পরিচয়ে পথরোধ করে টাকা ও স্বর্ণালংকার লুট করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
১২২ বার পড়া হয়েছে