খেলা

এক যুগের অধ্যায়ের ইতি, টটেনহ্যাম ছাড়ছেন সন হিউং-মিন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ এক দশকের সম্পর্কের পর বিদায় জানাচ্ছেন সন হিউং-মিন। ২০১৫ সালে টটেনহ্যাম হটস্পারে যোগ দেওয়া দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বয়স তখন ছিল মাত্র ২৩, আজ ৩৩—এই সময়ের মধ্যেই ক্লাবটির ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে刻ে দিয়েছেন তিনি।

বিদায়ের মুহূর্তে সন জানিয়েছেন, পরিবর্তনের প্রয়োজন অনুভব করছেন তিনি। তার পরবর্তী গন্তব্য নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানালেও ব্রিটিশ মিডিয়ার মতে, তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS) ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিতে পারেন।

২০২৫ সালে টটেনহ্যামের হয়ে ইউরোপা লিগ শিরোপা জয়ের মধ্য দিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটায় দলটি। নেতৃত্বে ছিলেন সন নিজেই। যদিও ব্যক্তিগতভাবে মৌসুমটা তার জন্য সুখকর ছিল না—পায়ের ইনজুরি ও ফর্মহীনতায় ভুগেছেন বেশ কয়েকবার।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচের আগের দিন সন বলেন,

“১০ বছর অনেক লম্বা সময়। আমি এখন একটু ভিন্ন পরিবেশে যেতে চাই। নিজেকে আরও পরিপক্ব করে তুলতে চাই। টটেনহ্যামে যখন এসেছিলাম, তখন তরুণ ছিলাম, আজ ক্লাব ছাড়ছি একজন পরিণত মানুষ হয়ে। ক্লাবও আমার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।”
তিনি আরও বলেন, ইউরোপা লিগ জয় তার বিদায়ের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।

“আমি সবকিছু দিয়েছি এই ক্লাবের জন্য—মাঠে এবং মাঠের বাইরে। ট্রফি জয়ের মাধ্যমে মনে হয়েছে, দায়িত্ব পালন সম্পন্ন হয়েছে।”
সন বুন্দেসলিগার হাত ধরে ইউরোপীয় ফুটবলে যাত্রা শুরু করেন মাত্র ১৬ বছর বয়সে। এরপর ২০১৫ সালে টটেনহ্যামে যোগ দেন। ক্লাবটির হয়ে খেলেছেন ৪৫০টিরও বেশি ম্যাচ, করেছেন ১৭৩টি গোল—যা তাকে ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়দের কাতারে নিয়ে গেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন