জাতীয়

আগামীকাল ঘোষণা হবে এলপিজির নতুন মূল্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামীকাল রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

কমিশনের ঢাকার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হবে।

শনিবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর প্রকাশিত চলতি আগস্ট মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ২ জুলাই সর্বশেষ এলপিজির মূল্য হালনাগাদ করা হয়। সে সময় ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের মূল্যও পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিইআরসি। গত মাসে (২ জুলাই) অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ভোক্তা পর্যায়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার কারণে প্রতি মাসের শুরুতেই এলপিজি ও অটোগ্যাসের দাম পুনঃনির্ধারণ করে বিইআরসি।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন