বিতর্কিত মন্তব্যে আদালতের মুখোমুখি কঙ্গনা

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৫:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বলিউডের চর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও আইনি জটিলতায় পড়েছেন। এবার তার এক বিতর্কিত মন্তব্যের কারণে মানহানির মামলায় পাঞ্জাবের আদালতে হাজিরা দিতে হচ্ছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময় কঙ্গনা একটি ছবি শেয়ার করে একজন বৃদ্ধা নারীকে নিয়ে মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তিনি লেখেন, ওই নারী নাকি শাহিনবাগ আন্দোলনের বিলকিস বানুর মতো এবং এ ধরনের মানুষদের নাকি মাত্র ১০০ টাকায় বিক্ষোভে আনা যায়।
ছবিতে যিনি ছিলেন, তিনি পাঞ্জাবের ভাটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের বাসিন্দা ৭৩ বছর বয়সী মহিন্দর কৌর। তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে দাবি করে ২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি।
এই মামলায় কঙ্গনার বিরুদ্ধে আদালত সমন জারি করেছিল। পরে অভিনেত্রী মামলা বাতিলের আবেদন নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে যান। তবে শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজযোগ্য নয়। ফলে তাকে পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজিরা দিতে হবে।
১১৯ বার পড়া হয়েছে