সারাদেশ

তিন মাস পর আবারও কাপ্তাই হ্রদে মাছ ধরার অনুমতি

রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি প্রতিনিধি

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে শনিবার (৩ আগস্ট) রাত ১২টার পর থেকে আবারও মাছ ধরার অনুমতি দেওয়া হচ্ছে।

গত ১ মে থেকে হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে মাছ ধরা, বাজারজাত ও পরিবহন নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মানবসৃষ্ট হ্রদ কাপ্তাইয়ে কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়াতে প্রতিবছর মে থেকে জুলাই পর্যন্ত তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। চলতি বছরও সেই অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি ছিল। তবে প্রস্তুতি না থাকায় অতিরিক্ত আরও দুই দিন সময় বাড়িয়ে ৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

বিএফডিসি (বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন) রাঙামাটির বিপণনকেন্দ্রের উপব্যবস্থাপক মো. মাসুদ আলম জানান, হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সব অবতরণ ঘাটে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “মাছ ব্যবসায়ীরা ভেবেছিলেন সময় বাড়বে, তাই প্রস্তুতি নিতে একটু দেরি হয়। তাই দুই দিনের অতিরিক্ত সময় রাখা হয়।”

মাছ ধরার ওপর নির্ভরশীল প্রায় ২৬ হাজার জেলেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর বাঁধ দিয়ে তৈরি হয় কাপ্তাই হ্রদ। প্রায় ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদ একদিকে যেমন জলবিদ্যুৎ উৎপাদন করছে, তেমনি মাছ উৎপাদন করেও আনছে রাজস্ব। হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন হাজারো জেলে পরিবার।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন