‘বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫’ আয়োজনে বান্দরবান হিল রানার্স

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি জনপদ বান্দরবান আবারও সেজে উঠছে দেশের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চারধর্মী দৌড় প্রতিযোগিতা ‘বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫ (সিজন-২)’ আয়োজনে।
বান্দরবান হিল রানার্স এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ আয়োজন হতে যাচ্ছে আগত ১৮ অক্টোবর (শনিবার) ভোর ৫:৩০ মিনিটে, বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে।
প্রথমবারের মতো আয়োজিত বান্দরবান হিল ম্যারাথন ২০২৫ গত ২৬ এপ্রিল সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার আরও বড় পরিসরে, আরও জাঁকজমকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় সিজনের এই প্রতিযোগিতা।
দুইটি ক্যাটাগরিতে আয়োজন: ২১.১ কিমি ও ১০ কিমি
এ বছরের হাফ ম্যারাথন দুইটি বিভাগে অনুষ্ঠিত হবে – ২১.১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার। প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের ৬৪ জেলা থেকে আসা ৬০০+ অ্যাথলেট। এবারের দৌড়পথটি যেমন শারীরিক সক্ষমতার কঠিন পরীক্ষা, তেমনই দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রতিশ্রুতি বহন করছে।
প্রতিপাদ্য: “দৌড়াবো পাহাড়ে, বাঁচাবো পাহাড়কে”
এই প্রতিযোগিতার মূল বার্তা শুধু ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। "দৌড়াবো পাহাড়ে, বাঁচাবো পাহাড়কে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজকরা চাচ্ছেন দৌড়ের মাধ্যমে প্রকৃতির প্রতি সচেতনতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে।
বিশেষ আয়োজন ও সেবা
প্রতিটি অংশগ্রহণকারীকে প্রদান করা হবে:
কাস্টমাইজড মেডেল (চায়নায় তৈরি)
কাস্টমাইজড টি-শার্ট
খাবার ও হাইড্রেশন সাপোর্ট
মেডিকেল ও অ্যাম্বুলেন্স সাপোর্ট
পাশাপাশি, ম্যারাথনের দিন থাকছে বান্দরবানের ১২টি নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশনা এবং স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখার সুযোগ।
ভ্রমণের বাড়তি সুযোগ
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের খরচে ভ্রমণ করতে পারবেন বান্দরবানের জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহ, যেমন: নীলগিরি, নীলাচল, চিম্বুক, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত, দেবতা খুম, স্বর্ণমন্দির, প্রান্তিক লেক মেঘলা প্রভৃতি।
রেজিস্ট্রেশন চলছে
ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের স্লট নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
৪২৩ বার পড়া হয়েছে