আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন ইস্যুতে সিদ্ধান্ত দেবে পর্তুগাল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন ইস্যুতে সিদ্ধান্ত দেবে পর্তুগালফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে বিবেচনায় নেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল।

দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রোর কার্যালয় বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের হাই-লেভেল সপ্তাহেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। অধিবেশনটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।

গাজা সংকটের পটভূমিতে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে এবং দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ প্রশস্ত করতেই এই উদ্যোগ নিচ্ছে পর্তুগাল। দেশটির অবস্থান স্পষ্টতই ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে।

এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা ঘোষণা দিয়েছে, তারা আসন্ন শরতের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

অন্যদিকে জার্মানি এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আগ্রহী নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল বলেন, “এই মুহূর্তে সরাসরি স্বীকৃতি দেওয়ার সময় নয়। তবে দুই-রাষ্ট্রভিত্তিক আলোচনার প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত।”
তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য একটি স্থায়ী, সম্মানজনক ও নিরাপদ সমাধান সম্ভব। জার্মানির মতে, স্বীকৃতি আসা উচিত আলোচনার শেষ ধাপে।

এদিকে সুইডেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্থগিত রাখতে। সুইডিশ কর্মকর্তারা গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরে এ দাবি জানান।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন