সর্বশেষ

রাজনীতি

বাইপাস সার্জারির জন্য হাসপাতালে নেয়া হয়েছে জামায়াত আমিরকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হৃদযন্ত্রে জটিলতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদপিন্ডে পাঁচটি ব্লক ধরা পড়েছে, এবং তাকে বাইপাস সার্জারির জন্য প্রস্তুত করা হচ্ছে।

শনিবার (২ আগস্ট) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ শীর্ষ নেতারা।

এর আগে, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। তখন তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে গুরুতর কোনো সমস্যা শনাক্ত না করলেও ডিহাইড্রেশনের সম্ভাবনার কথা জানান।

দুই দিন বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে অংশ নেন। কিন্তু এরপর আবারও শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় হৃদপিন্ডে একাধিক ব্লক ধরা পড়ে, যার প্রেক্ষিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দল ও সমর্থকদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন