আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করলো স্লোভেনিয়া

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে স্লোভেনিয়াই প্রথম এমন পদক্ষেপ নিলো।

বৃহস্পতিবার (১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব সরকারি অধিবেশন শেষে এই ঘোষণা দেন।

স্লোভেনিয়ার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলের উদ্দেশে কোনো ধরনের সামরিক সরঞ্জাম পরিবহন করা যাবে না। এই নিষেধাজ্ঞা ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য ও পরিবহন—দুই ক্ষেত্রেই কার্যকর হবে।

সরকারি এক বিবৃতিতে স্লোভেনিয়া জানায়, গাজার চলমান মানবিক সংকট রোধে ইউরোপীয় ইউনিয়ন কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না, যার অন্যতম কারণ হচ্ছে অভ্যন্তরীণ মতবিরোধ ও ঐক্যের অভাব। বিবৃতিতে আরও বলা হয়, “গাজায় মানুষের মৃত্যু ঘটছে, কারণ তাদের মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের উচিত দৃঢ় পদক্ষেপ নেওয়া।”

উল্লেখ্য, স্লোভেনিয়া ২০২৪ সালের জুন মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর থেকেই দেশটি একাধিকবার গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের টানা হামলায় বিধ্বস্ত হয়ে গেছে পুরো উপত্যকা এবং দেখা দিয়েছে চরম খাদ্য ও ওষুধ সংকট।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন