সাহিত্য
আকাশ যেন এক বিস্তীর্ণ ক্যানভাস—
আকাশ

জান্নাতুল ইসলাম
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আকাশ যেন এক বিস্তীর্ণ ক্যানভাস—
প্রতিদিন নতুন রঙে আঁকা হয় তার চিত্র।
কখনও সে নীল শান্তিতে ভরে থাকে,
আবার কখনও মেঘে ঢাকা বিষণ্নতায়।
আকাশের কোনো সীমা নেই,
যেমন আমাদের কল্পনারও নেই কোনো শেষ।
সে দূর থেকে দেখলেও আমাদের অনেক কাছে,
যেন অনুভবের পরতে পরতে মিশে আছে।
মাঝেমধ্যে মনে হয়,
আকাশও আমাদের মতো— একলা, বিস্মৃত,
তবুও বিশাল আর উদার।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর