গাজায় আকাশপথে ত্রাণ পাঠাল স্পেন-জার্মানিসহ পাঁচ দেশ

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজা উপত্যকায় আকাশপথে মানবিক সহায়তা পাঠিয়েছে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি ও ফ্রান্স।
এই তালিকায় স্পেন, জার্মানি ও ফ্রান্স এবারই প্রথমবারের মতো গাজায় বিমান থেকে ত্রাণ সরবরাহ করল।
শুক্রবার (১ আগস্ট) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায় স্থানীয় সূত্রের বরাতে। প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায়, মধ্য গাজার আকাশপথে উড়ে যাওয়া বিমান থেকে ত্রাণ প্যাকেট ফেলা হচ্ছে। তবে ভিডিওটির তারিখ উল্লেখ করা হয়নি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো এই দিনের ত্রাণ কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে এর আগে তারা জানিয়েছিল, গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় এ ধরনের আকাশপথে সহায়তা একটি ধারাবাহিক পদক্ষেপের অংশ।
গাজায় ভয়াবহ খাদ্যসংকট ও ত্রাণকেন্দ্রগুলোতে হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সেখানে সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার তিনি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে গাজায় প্রবেশ করবেন।
দূতের এ সফরের উদ্দেশ্য হলো গাজার বিভিন্ন সহায়তা কেন্দ্র পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পরিস্থিতি জানা। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি চূড়ান্ত খাদ্য সহায়তা পরিকল্পনা তুলে ধরা হবে।
উল্লেখ্য, এই সফরের আগের দিন ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে অপুষ্টি ও দুর্ভিক্ষে আরও দুই শিশুর মৃত্যুর খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
১২০ বার পড়া হয়েছে