সর্বশেষ

জাতীয়

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কোনও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোপালগঞ্জে শুধু ইট-পাটকেলই নয়, ককটেলও নিক্ষেপ করা হয়েছে। যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জীবনের হুমকি দেখা দেয়, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা বলপ্রয়োগ করে।”

তিনি আরও জানান, ঘটনার সময় যে ধরনের প্রতিরোধ ব্যবহৃত হয়েছে, তা ছিল সম্পূর্ণ আইনসিদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।

সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে এই ব্রিফিং আয়োজন করা হয়, যেখানে পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে স্পষ্ট ধারণা দেয় সেনাবাহিনী।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন