জাতীয়

কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে : আইন উপদেষ্টা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, “নির্বাচনের সময় একেবারেই কাছাকাছি। কিছুদিনের মধ্যেই তারিখ ঘোষণা শুনবেন।”

অনেক নাগরিক বিগত কয়েকটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আক্ষেপ প্রকাশ করলে, ড. আসিফ নজরুল বলেন, “এবার সবাই ভোট দিতে পারবেন, ইনশাআল্লাহ। আমরা এমন কোনো উদ্যোগ নেইনি, যা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।”

তিনি আরও বলেন, “আমি ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করতাম—কে কে ভোট দিয়েছেন? অধিকাংশ বলতেন, কেউই ভোট দিতে পারেননি। কেউ কেউ রসিকতা করে বলতেন—১০-১২টা ভোট দিয়েছেন। এটা খুবই দুঃখজনক। আমরা ১৮ বছর ধরে প্রকৃত অর্থে ভোট দিতে পারিনি। এবার সেই দুঃখ ঘোচানোর সুযোগ আসছে।”

২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে বলে মত দেন উপদেষ্টা। তার ভাষায়, “অনেকে মনে করেন ২০০৮ সালের নির্বাচন প্রশ্নাতীত ছিল। আমি সে মতের সঙ্গে একমত নই। বরং ওই নির্বাচন নিয়ে অনেক ভয়াবহ তথ্য রয়েছে, যা খুঁজলে সাংবাদিকরা বের করতে পারবেন।”

তবে আসন্ন নির্বাচনের বিষয়ে সরকার আন্তরিক বলে জানিয়ে ড. নজরুল বলেন, “নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়া পরিচালনা করবে। তবে সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি—আমাদের উদ্দেশ্য হলো দেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটি নির্বাচন উপহার দেওয়া। এটি সবসময় আমাদের প্রধান উপদেষ্টা আমাদের স্মরণ করিয়ে দেন।”

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন