অর্থনীতি

জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৩৭ কোটি ডলার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫ সালের জুলাই মাসের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিনের গড় হিসেবে দাঁড়ায় প্রায় ৭ কোটি ৮৯ লাখ ডলার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান। তিনি বলেন, গত বছরের জুলাইয়ে এই সময়ে দেশে এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, অর্থাৎ এবার বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩২ শতাংশ।

শুধু ৩০ জুলাই একদিনেই ৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা এ মাসের সর্বোচ্চ দৈনিক প্রবাহের কাছাকাছি।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার—দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে এটিই রেমিট্যান্স আয়ের সর্বোচ্চ রেকর্ড।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন