স্বাস্থ্য

খুলনায় করোনা কেড়ে নিল আরও এক প্রাণ

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. রকমান হোসেন (২৫)। তিনি মহানগরীর হরিণটানা থানার রায়ের মহল এলাকার বাসিন্দা।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, রকমান হোসেন বুধবার সকালে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে। তবে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

এই নিয়ে চলতি বছরের (২০২৫) জানুয়ারি থেকে খুলনায় করোনায় মোট চারজনের মৃত্যু হলো। এর মধ্যে গত দুই দিনেই প্রাণ গেছে দুজনের।

এর আগে বুধবার রাত ৯টার দিকে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রতিকান্ত ডাকুয়া (৮৫)। তিনি নগরীর খালিশপুর গাবতলা এলাকার বাসিন্দা ছিলেন।

এছাড়া গত ২৪ জুলাই রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা আল আমিন (৩৮) এবং ২০ জুলাই দিবাগত রাতে বটিয়াঘাটার দীপ রায় (২৫) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক এই মৃত্যুদের প্রেক্ষিতে সতর্কতা অবলম্বন জরুরি হয়ে পড়েছে। করোনা সংক্রমণ আবারও বাড়ছে কি না—তা পর্যবেক্ষণে রয়েছে স্বাস্থ্য বিভাগ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন