সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে পারফরমেন্স বেইজড গ্রান্টে ২০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২২-২৩ শিক্ষাবর্ষের পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুস আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিদর্শক ছাবিনা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, একাডেমিক সুপারভাইজার কামাল আহমেদ, বাইতুন নুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, দৌলতপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মেহেদী হাসান এবং দৌলতপুর সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল রেজাউল করিম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মাঝে নতুন করে উৎসাহ তৈরি করবে এবং মেধার বিকাশে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধিতে পারফরমেন্স বেইজড অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তারা।

শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন