ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশইন

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ বাংলাদেশিকে নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইন করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্তের ২৫৬/৭-এস নম্বর পিলারের নিকট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে বিজিবি টহলদল তাদের আটক করে।
আটকদের মধ্যে ২ জন পুরুষ এবং ৮ জন নারী রয়েছেন। তারা হলেন: আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) এবং সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক।
বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
বিজিবি সূত্রে জানা যায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল ভোররাতে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের বোম্বাই (মুম্বাই) শহরে প্রবেশ করেন। সেখানকার বাসাবাড়িতে গৃহকর্মী এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে সিআইডি (ভারতীয় পুলিশ) তাদের আটক করে। চলতি বছরের ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের মাধ্যমে তাদের বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়। এরপর বৃহস্পতিবার ভোররাতে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৪২ বার পড়া হয়েছে