নায়িকা হতে হবে নিখুঁত? মুখ খুললেন শোলাঙ্কি

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টলিউডে ‘সুন্দর’ দেখানোর নামে চলছে ভয়াবহ প্লাস্টিক সার্জারির প্রতিযোগিতা। লিপ ফিলার, নোস জব, ব্রেস্ট ইমপ্লান্ট এ যেন আজকের নায়িকাদের অলিখিত শর্ত।
এই প্রবণতার বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুলেছেন ওপার বাংলার অভিনেত্রী শোলাঙ্কি রায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শোলাঙ্কি বলেন, “অনেকেই বলেন আমার মুখ টিভির তুলনায় সিনেমায় খারাপ লাগে—কারণ আমি কোনো ইনজেকশন নিইনি, কিছু করাইনি।” তিনি আরও জানান, রোগা হওয়ায় পরিবার-পরিজন থেকেও কটাক্ষ শুনতে হয়েছে। অপমানের চূড়ান্ত ছিল এক পরিচালকের পরামর্শ—ব্রেস্ট সার্জারি করলেই নায়িকা হওয়া সহজ হবে।
“নায়িকা হতে গেলে ক্লিভেজ থাকা দরকার”—এই মন্তব্য শুনে হতবাক হয়ে যান শোলাঙ্কি। বলেন, “আমি যদি একটু কম বয়সী হতাম, হয়তো মানসিকভাবে ভেঙে পড়তাম।”
এই অভিজ্ঞতা তাকে ক্ষতবিক্ষত করলেও, সময়ের সঙ্গে সেটা প্রতিবাদে রূপ নিয়েছে। তিনি বলেন, “বাইরে থেকে অনেকে হাসে, কটাক্ষ করে, কিন্তু ভেতরের যন্ত্রণাটা কেবল মেয়েরাই বোঝে।”
শোলাঙ্কির এই স্পষ্ট উচ্চারণ শুধুই তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়—এটা টলিউডসহ সমগ্র বিনোদন ইন্ডাস্ট্রির গভীর, নীরব এক যন্ত্রণার প্রতিবাদ। সৌন্দর্যের মানদণ্ড কীভাবে নারীদের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়, তারই এক বাস্তবচিত্র যেন তার এই স্বীকারোক্তি।
১৩৭ বার পড়া হয়েছে