নওগাঁয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় দুটি আলাদা মামলায় চার আসামির বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছেন আদালত। একটিতে স্কুলছাত্র অপহরণ ও হত্যার অভিযোগে দুইজনকে মৃত্যুদণ্ড এবং অপরটিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মেহেদী হাসান তালুকদার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০২০ সালের ৭ নভেম্বর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামে নাজমুল নামের এক স্কুলছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে তার বাবার কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন একদল যুবক। মুক্তিপণের টাকা না পেয়ে পরদিন নাজমুলকে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে আক্কেলপুর রেলগেট সংলগ্ন একটি ডোবায় ফেলে দেওয়া হয়।
মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই আসামি মিশু (১৯) ও পিংকি (৩০)-কে মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।
এই মামলার অন্য দুই আসামি হুজাইফা ও সাজু আহমেদের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছে।
অপর মামলায় ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে এনে ধর্ষণ করেন আসামি রবিউল ইসলাম (৩৮)। এসময় তিনি ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন।
পরবর্তীতে ওই তরুণীকে বিয়ে না করে বরং তার বিবাহিত জীবনে ভিডিওটি পাঠিয়ে বারবার হেনস্তা করেন রবিউল। এতে তার দুটি বিবাহই ভেঙে যায়। ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করলে তদন্তে অভিযুক্তদের সম্পৃক্ততা প্রমাণিত হয়।
এই মামলায় বিচারক মোরশেদ আলী (৩৫) এবং রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় আসামি সুলতানা পারভিনকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বলেন, "ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের এ রায়ে ভুক্তভোগী পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে।"
১৩৯ বার পড়া হয়েছে