জাতীয়

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, আটক দুই যুবক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সজীব দাস পার্থ (২১) ও তার সহযোগী মানিক মিয়া (২২)।

বুধবার (৩০ জুলাই) গভীর রাতে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলায় রোগী সেজে অবস্থানকালে তাদের আটক করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাদের ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সজীব দাস চিকিৎসকের অ্যাপ্রোন পরে এক নারী রোগী কুলসুম বেগমকে হাঁটানোর চেষ্টা করেন। হঠাৎ রোগী পড়ে গেলে তারা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে আনসার সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে নিজেদের চিকিৎসক দাবি করলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন তারা।

আটক সজীব দাস মৌলভীবাজারের রাজানগরের বাসিন্দা এবং রানেশ চন্দ্র দাসের ছেলে। অপর যুবক মানিক মিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঈসাখালী গ্রামের আবুল বাশারের ছেলে।

পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সজীব পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হলেও সে মানসিকভাবে ভারসাম্যহীন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “আটকদের মধ্যে একজন নিজেকে চিকিৎসক পরিচয় দিলেও কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। আমরা তদন্ত সাপেক্ষে তাদের শাহবাগ থানায় পাঠাচ্ছি।”

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন