আন্তর্জাতিক

ফ্রান্স-যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিন স্বীকৃতি দেবে কানাডাও

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার জানিয়েছেন, আসন্ন সেপ্টেম্বরেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

এ নিয়ে জি-৭ জোটের তিনটি সদস্য রাষ্ট্র—ফ্রান্স, যুক্তরাজ্য এবং এবার কানাডা—ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে এলো।

প্রধানমন্ত্রী কার্নি বলেন, গাজায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে। তিনি জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত কিছু শর্তের ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে—হামাসকে বাদ দিয়ে নতুন নির্বাচনের আয়োজন ও ফিলিস্তিনি ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি।

তবে কানাডার এই অবস্থানকে সমর্থন করেনি ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে, এতে সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে ‘পুরস্কৃত’ করা হবে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানান। তারা বলেন, ইসরায়েল যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণে ব্যর্থ হয়, তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন