সারাদেশ

দৌলতপুরে ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান:  ১৩ জনকে কারাদণ্ড

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে এই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।

 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোট ১৩ জন মাদক সেবী ও ব্যবসায়িকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয় এবং ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

এছাড়া প্রাগপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা এবং পাটজাত মোড়ক ব্যবহার না করায় অন্য এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, “মাদক নিরোধ, ভোক্তা অধিকার রক্ষা এবং সরকারি নিয়মের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালাচ্ছি। মানুষের জীবন, সম্পদ এবং স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা গ্রহণ করা হচ্ছে। একযোগে পরিচালিত ১৫টি ভ্রাম্যমাণ আদালত সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন