স্বাস্থ্য
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

স্টাফ রিপোর্টার
বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দুই মৃত্যুসহ চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮১ জনের। এর মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩৫ জন নারী।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭০২ জনে। আক্রান্তদের মধ্যে ১২ হাজার ১৬২ জন পুরুষ এবং ৮ হাজার ৫৪০ জন নারী।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর