সারাদেশ

ঝিনাইদহে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন এবং তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে তাদের দাবি জানান। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বিকপ জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উদয়ন বিদ্যা নিকেতন’র পরিচালক মনিরুজ্জামান মানিকসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী সরকারি প্রাথমিক শিক্ষার আওতায় থাকলেও বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। তারা দ্রুত সরকারের নীতিতে পরিবর্তন আনার দাবি জানিয়ে বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনও শিক্ষার্থী বঞ্চিত হওয়া উচিত নয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন