জাতীয়

ডিবির অভিযানে ১২৩টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৭:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ডেমরা ও শাহবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় মোবাইল ফোন চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. নাছির সরকার (৩৮), মো. ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), মো. আব্দুল কাদের (৫০) ও মো. মনির হোসেন (৩২)।

ডিবি ওয়ারী বিভাগের একটি টিম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরার সুন্না টেংরা এলাকায় এবং রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ থানাধীন নগর ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওয়ারী বিভাগের ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটক পাঁচজনের কাছ থেকে মোট ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তাদের আরও ৪-৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চোরাই মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ছিনতাই ও চুরি হওয়া মোবাইল ফোন সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতো বলে জানিয়েছে ডিবি।

ডিবি আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন