এক এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম, নভেম্বরের মধ্যে অতিরিক্ত সিম বন্ধ

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
একজন ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধনের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
যাঁদের নামে বর্তমানে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাঁদের অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনক্রমে বিটিআরসির ২৯৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লক্ষ্য হলো জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, অসুস্থ প্রতিযোগিতা রোধ এবং আন্তর্জাতিক নিয়ম অনুসরণ।
৩ মাস সময় পাবেন গ্রাহকরা
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ এমদাদ উল বারী জানিয়েছেন, গ্রাহকদের ভোগান্তি এড়াতে ১ আগস্ট থেকে তিন মাস সময় দেওয়া হবে যাতে তাঁরা নিজেরা অপ্রয়োজনীয় সিম বাতিল করতে পারেন। এরপর ধাপে ধাপে অতিরিক্ত সিমগুলো বন্ধ করা হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।
২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম বন্ধ হবে
বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে মোট নিবন্ধিত সিম ব্যবহারকারী ৬ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ৮০ শতাংশেরও বেশি ব্যবহারকারীর নামে ৫টি বা তার কম সিম রয়েছে। তবে প্রায় ২৬ লাখ ব্যবহারকারীর নামে ১০টির বেশি সিম নিবন্ধিত, যাদের মধ্যে প্রায় ৬৭ লাখ সিম এই নিয়মের আওতায় বন্ধ হয়ে যাবে।
গ্রাহক চিহ্নিত ও যোগাযোগের পদ্ধতি
এই প্রক্রিয়ার জন্য নিয়োজিত সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মের (CBVMP) মাধ্যমে অতিরিক্ত সিমধারী ব্যবহারকারীদের তালিকা তৈরি করা হবে। সংশ্লিষ্ট অপারেটরদের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করে সিম সংখ্যা কমাতে বলা হবে। প্রতিটি অপারেটর তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে এবং এসএমএসের মাধ্যমে ব্যবহারকারীদের সচেতন করবে।
১০টি সিম নির্বাচন প্রক্রিয়া
ব্যবহারকারীর ব্যবহৃত সিমগুলোর সর্বশেষ ছয় মাসের রাজস্ব বিবেচনা করে সর্বোচ্চ ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ সিমগুলো টিকিয়ে রেখে বাকি সিমগুলো বন্ধ করা হবে। প্রত্যেক অপারেটরের অন্তত একটি সিম রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। প্রয়োজনে অপারেটরদের পছন্দনীয় দুটি সিমকেও অগ্রাধিকার দেওয়া যাবে।
সিম চেক ও মালিকানা বদলের সুযোগ
ব্যবহারকারীরা *১৬০০১# ডায়াল করে জানতে পারবেন, তাঁদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতটি সিম নিবন্ধিত রয়েছে। যেকোনো অতিরিক্ত সিম ‘ট্রান্সফার অব ওনারশিপ’ প্রক্রিয়ার মাধ্যমে অন্যের নামে হস্তান্তর করা যাবে।
নভেম্বরের মধ্যে কার্যক্রম শেষ
প্রথমে ঘোষণা অনুযায়ী এই প্রক্রিয়া ১৫ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন তা বাড়িয়ে ৩০ অক্টোবর পর্যন্ত হতে পারে। সবশেষে নভেম্বর মাসের মধ্যেই অতিরিক্ত সিম বন্ধ করার কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বিটিআরসির।
১৯০ বার পড়া হয়েছে