রাজনীতি

চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর জেলার তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন:

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনসাধারণের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে এমন কার্যকলাপ ও আচরণ দল মোটেই বরদাশত করবে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, অপকর্মে জড়িত কারও জন্য বিএনপির কোনো পর্যায়েই জায়গা থাকবে না।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন