আইন-আদালত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ৭ দিনের রিমান্ডে নিতে অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলার তদন্ত কর্মকর্তা, পরিদর্শক খালেক মিয়া, ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনটির পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মচারী হিসেবে দুর্নীতিমূলক উপায়ে আদালতের আদেশ, রিপোর্ট, রায় বা সিদ্ধান্ত প্রণয়ন ও ঘোষণা করেছেন এবং নথিপত্র ও সরকারি রেজিস্টার জালিয়াতিতে জড়িত ছিলেন। শাহবাগ থানায় দায়ের করা মামলায় দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

২০২৩ সালের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১০ মে একটি আপিল মামলায় দেওয়া সংক্ষিপ্ত আদেশ বেআইনিভাবে পরিবর্তন করে পরে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন বিচারপতি খায়রুল হক। এতে বলা হয়, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত্য দেখিয়ে ভবিষ্যতে ভালো পদায়নের আশায় এ কাজ করেন।

এর আগে, ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খায়রুল হককে গ্রেফতার করে। একই দিন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই বিচারক।
 

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন