সাহিত্য

বিপরীতে টানে পরান

লাকি জাদু
লাকি জাদু

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিপরীতে টানে পরান
টানে না, স্রোতের অনুকূলে
সময় আজ থমকে আছে
পূর্বের সেই ভুলে...

হাত ধরে চলন বলন
বিভীষিকাময় এ শহরে
গেছে যে কত সময়
স্মৃতিঘেরা স্বপ্ন বহরে।

বিপরীতে টানে পরান
যে আছে অপেক্ষায় হাত বাড়িয়ে
তার পানে পা চলে না
মন টলেনা, বললেও অনুনয়ে।

কথামালা গেঁথে জীবন
আগামীর স্বপ্ন বোনে
বিষমাখা তীর হয়ে তা
কাটা দেয় মনের কোনে।

বিপরীতে টানে পরান
যার তরে মন কাঁদে
সেজন বোঝে না হৃদয়
পরে রই আবেগ ফাঁদে।

অতি প্রেমে নিমজ্জিত
হলেই হয় সর্বনাশ
মন তো ভেঙে গেছে
জাগে না আর বিশ্বাস।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন