শিক্ষা

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর নির্বাচন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক সংবাদ সম্মেলনে জানান, ডাকসু’র ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পদক্ষেপকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যালট কেন্দ্রীক স্বচ্ছতা ও নিরাপত্তার অংশ হিসেবে দেখছে।

এবারের নির্বাচনে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে শুরু করে চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রার্থী ও ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে।

৪৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন