সাহিত্য
শুভ জন্মদিন তোকে,
রঙিন ছবি তুই

আদ্রিয়ান মিতু
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শুভ জন্মদিন তোকে,
প্রাণীর এই পৃথিবীতে নানা রঙের রঙিন ছবি।
মানুষ, পাখি, মাছের মাঝে এক অদ্ভুত প্রজাতি,
তুই জান্নাত, এক বোকা শাকচুন্নী।
তোর ওই ঝগড়া, রাগ, আর ঝঞ্ঝাটের মাঝে,
আমার দিন যেন একটু স্বস্তির হাসি খুঁজে পাই।
তুই যতই রাক্ষসী, ততই যেন আমার প্রিয়,
তোর জন্যই তো আমার দিন শুরু হয়।
প্রতিদিনের দেরি, বাসের চিল্লাচিল্লি;
এরপরও তোর ছেলেমানুষি, আমার মন ভরিয়ে দেয়।
তুই যখন হাসিস, মনে হয় আকাশ উজ্জ্বল হয়ে ওঠে,
তোর ছোট ছোট কাণ্ডে জীবন হয় সুন্দর।
থাকিস এভাবেই,
পাগল পাগল ভাব, মজার এই রূপে।
তুই যেন থাকিস সবসময় রাক্ষসী,
আমার জীবনটা যেন হয় রঙিন, আনন্দে ভরপুর।
শুভ জন্মদিন প্রিয়,
তোর জন্য শুভকামনা সারাজীবন।
তুই থাকিস এভাবেই, আমাদের হাসির কারণ,
তোর এই পাগলামোই তো, আমাদের জীবনের গান।
(প্রিয় বান্ধবী জান্নাতুল ইসলাম জান্নাতের জন্মদিন স্মরণীয় করে রাখতে)
১৭৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর