সারাদেশ

ভৈরবে গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে শহরের পংকু মিয়ার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম, ভূমি অফিসের নাজির আবু সালেক এবং ভৈরব থানা পুলিশের সদস্যরা।

জানা গেছে, শহরের চন্ডিবের পংকু মিয়ার বাজারে অবস্থিত ‘জসিম গোস্ত ঘর’-এর ফ্রিজ থেকে পচা গরুর মাংস উদ্ধার করা হয়। দোকানটির মালিক উজ্জ্বল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পচা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, “ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে যারা নকল বা পচা খাবার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। এই ধরনের অপকর্মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন