জাতীয়

ঐকমত্য হওয়া বিষয়গুলো অন্তর্ভুক্ত করে জুলাই সনদ চূড়ান্ত হবে : আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রস্তাবিত ‘জুলাই সনদ’ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি জানান, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেগুলোই অন্তর্ভুক্ত করে সনদটি চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন। আলোচনায় সভাপতিত্ব করেন আলী রীয়াজ।

আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হয়। এছাড়া এখনো যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়েও আলোচনা হয়।

আলী রীয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার আলোচনায় আসায় কয়েকটি রাজনৈতিক দল নতুন করে কিছু প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাব একত্র করে একটি সমন্বিত খসড়া আজকের আলোচনায় উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই সনদ’-এর প্রাথমিক খসড়া পাঠানো হয়েছে। আগামীকাল (৩০ জুলাই) পর্যন্ত তাদের মন্তব্য গ্রহণ করা হবে। এরপর সব মন্তব্য ও প্রস্তাব একত্র করে একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।

আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং যেসব গঠনমূলক মতামত এসেছে, তা মিলিয়ে ৩১ জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত সনদ উপস্থাপন করা সম্ভব হবে।”

আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন