ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ তীর্থযাত্রী

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন হিন্দু তীর্থযাত্রী। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নার গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং পেছনের অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়। দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে বাসটির ভয়াবহ ক্ষতবিক্ষত অবস্থা দেখা গেছে।
জানা গেছে, নিহত তীর্থযাত্রীরা শ্রাবণ মাস উপলক্ষে গঙ্গার পানি সংগ্রহ করে একটি হিন্দু মন্দিরে শিব পূজা করতে যাচ্ছিলেন। এই মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হয়।
স্থানীয় সংসদ সদস্য নিশিকান্ত দুবে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তার কার্যালয় জানিয়েছে, “দেওঘরের এই ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার।”
ভারতে সড়ক দুর্ঘটনা সাধারণ একটি ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ।
১২৭ বার পড়া হয়েছে