চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী সকল বাস চলাচল মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে।
পূর্বঘটনার জেরে রোববার (২৭ জুলাই) থেকেই এ রুটে চালক ও শ্রমিকদের কর্মবিরতি চলছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঘটনার সূত্রপাত ২৬ জুলাই, রাজশাহীর গোদাগাড়ীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালকদের বাকবিতণ্ডার একপর্যায়ে এক চালককে মারধর করা হয়। জবাবে, রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এরই পরিপ্রেক্ষিতে দুই জেলার মধ্যে সবধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতির ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার বাসিন্দা তারেক রহমান জানান, চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু বাস চলাচল বন্ধ ও বৃষ্টির কারণে তিনি দীর্ঘসময় অপেক্ষা করেও কোনো পরিবহন পাননি।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন পলশা এলাকার বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “সকালে অফিসের কাজে রাজশাহী যাওয়ার জন্য বের হয়েছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়, পরে শুনি বাসও বন্ধ। শেষমেশ দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজিতে যেতে হচ্ছে।”
তবে পরিস্থিতি সমাধানে আশার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২টায় দুই জেলার চালক-শ্রমিক নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
১০৯ বার পড়া হয়েছে