আন্তর্জাতিক

সরাসরি খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানকে আবারও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শুধু তাই নয়, তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছেন।

গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত রামন বিমানঘাঁটি পরিদর্শনকালে এসব কথা বলেন কাৎজ। ইসরায়েলের শীর্ষ একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, তিনি বলেন, “আমি এখান থেকেই স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে তেহরান পর্যন্ত পৌঁছাবে—এবং এবার তা ব্যক্তিগতভাবে আপনার কাছেও পৌঁছাবে।”

তবে ইসরায়েলের এ ধরনের কড়া হুমকির বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে গত ১৩ জুন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়। ইসরায়েল ইরানের ভেতরে একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই সংঘাত প্রায় ১২ দিন স্থায়ী হয়।

সংঘাতের একপর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত। প্রতিনিয়ত হুমকি-পাল্টা হুমকিতে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যজুড়ে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন