সর্বশেষ

জাতীয়

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতিতে বাংলাদেশের স্বাগত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চার দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, কোনো পূর্বশর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বাংলাদেশ এই পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। উভয় দেশের মধ্যে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তার জন্য আসিয়ান চেয়ার মালয়েশিয়ার মধ্যস্থতা ও নেতৃত্বের প্রশংসা জানিয়েছে বাংলাদেশ। এছাড়া, এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অন্য বন্ধু রাষ্ট্রগুলোর ভূমিকারও ভূয়সী প্রশংসা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া ভবিষ্যতেও সংলাপ ও কূটনৈতিক পন্থায় সীমান্ত সংক্রান্ত জটিলতা নিরসন করবে। একই সঙ্গে উভয় দেশ নিজ নিজ সীমান্ত অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং ক্ষতিগ্রস্ত জনগণের জীবিকা পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, শতবর্ষের পুরনো সীমান্ত বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার শুরু হয় থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ, যাতে এ পর্যন্ত উভয় দেশে অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন