চীনে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে ৩০

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চীনের রাজধানী বেইজিংসহ আশপাশের অঞ্চলে ভয়াবহ বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার (স্থানীয় সময়) মধ্যরাত পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার থেকে টানা ভারী বৃষ্টি শুরু হয় বেইজিং ও পার্শ্ববর্তী প্রদেশগুলোতে। সোমবারের বৃষ্টিপাত ছিল সবচেয়ে প্রবল। বেইজিংয়ের উত্তরাঞ্চলে একদিনেই ৫৪৩.৪ মিলিমিটার (২১.৪ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অথচ শহরটিতে বছরে গড়ে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৬০০ মিলিমিটার।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বেইজিংয়ের পাহাড়ি অঞ্চলগুলোতে। মিয়ুন এলাকাতেই মারা গেছেন ২৮ জন এবং ইয়ানকিং এলাকায় প্রাণ হারিয়েছেন ২ জন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় বা মৃত্যুর সময় ও কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি সংবাদমাধ্যম।
প্রবল বৃষ্টির কারণে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শহরের বহু সড়ক, সেতু ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দুর্যোগ কবলিত অঞ্চলে উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বেইজিং ছাড়াও হেবেই, জিলিন ও শানডং প্রদেশে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রধানমন্ত্রী লি কিয়াং জানান, মিয়ুন এলাকায় বন্যা ও বৃষ্টির কারণে 'উল্লেখযোগ্য প্রাণহানি' ঘটেছে। এর পরপরই বেইজিংয়ে সর্বোচ্চ মাত্রার বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে নদী ও নিচু এলাকায় অবস্থান না করতে বলা হয়েছে।
বন্যা মোকাবিলায় জরুরি তহবিল হিসেবে কেন্দ্রীয় সরকার বেইজিংয়ের জন্য ২০ কোটি ইউয়ান (প্রায় ২ কোটি ৭৯ লাখ ডলার) এবং অন্যান্য দুর্যোগপূর্ণ অঞ্চলের জন্য অতিরিক্ত ৩৫ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।
১১৯ বার পড়া হয়েছে