বুড়িচংয়ে বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, বিষপানের ধারণা

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামে একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
নিহতরা হলেন—ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) ও মেয়ে মিশু আক্তার (১৫)। তারা দীর্ঘদিন ধরে রামপুর গ্রামের আবুল খায়েরের বাসায় ভাড়া থাকতেন। মীর হোসেন পেশায় রাজমিস্ত্রী।
ওসি আজিজুল হক জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রতিবেশীরা বাসার দরজা খোলা দেখে সন্দেহ হয় এবং ভেতরে ঢুকে মা-মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত ও দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক অনটনের কারণে সোমবার রাতের কোনো এক সময় মা ও মেয়ে বিষপান করতে পারেন। মরদেহের পাশ থেকে একটি বিষের বোতলও উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের মাঝে এ ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।
১১৭ বার পড়া হয়েছে