পাঁচ মাস পর খুলছে কুয়েট, আজ থেকে শুরু একাডেমিক কার্যক্রম

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৫:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ পাঁচ মাস দশ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পুনরায় খুলছে। আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ক্লাস ও একাডেমিক কার্যক্রম।
সোমবার (২৮ জুলাই) দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশনা দেন।
তিনি জানান, “শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন যে, তদন্ত কার্যক্রমের পাশাপাশি একাডেমিক কার্যক্রমও চলবে। সে অনুযায়ী ২৯ জুলাই থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের জেরে ২৫ ফেব্রুয়ারি কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। এরপর টানা অচলাবস্থা চলতে থাকে। শিক্ষার্থীরা এক দফা দাবিতে আন্দোলন ও আমরণ অনশন শুরু করলে, সরকার ২৫ এপ্রিল উপাচার্যকে অপসারণ করে।
পরবর্তীতে ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে ক্লাস শুরুর ঘোষণাও আসে, কিন্তু শিক্ষক সমিতি ক্লাসে ফিরতে অস্বীকৃতি জানায়। তাঁদের দাবি ছিল, শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।
পরে ২১ মে ড. মো. হযরত আলী উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে পুরো বিশ্ববিদ্যালয়ে কার্যত অচলাবস্থা বিরাজ করছিল। বন্ধ ছিল পরীক্ষা, একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রমও ছিল স্থবির।
নতুন উপাচার্যের উদ্যোগে অবশেষে সমস্যার সমাধান হওয়ায় ফের শিক্ষাজীবনে ফিরতে যাচ্ছে কুয়েট শিক্ষার্থীরা।
১৬২ বার পড়া হয়েছে