সারাদেশ

ভাগ্নিকে ডেকে নিয়ে ‘গুম’, খোঁজ চাওয়ায় বোনকে মারধরের অভিযোগ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এক নারীর বিরুদ্ধে নিজের আপন ভাগ্নিকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে দুই মাসেও ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মেয়ের খোঁজ নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ভুক্তভোগীর মা।

ভুক্তভোগী খদেজা বিউটি (৫৫) অভিযোগ করে বলেন, দুই মাস আগে তার মেয়ে শাপলা খাতুন (২৮) কে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যান নিজের ভাই আকরাম আলী (৫২) ও ভাবি সালমা খাতুন (৪৬)। এরপর থেকে মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শাপলার ঘরে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

খদেজা বিউটি আরও জানান, মেয়ের সন্ধান চাইতে গেলে অভিযুক্তরা গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ গত ২৬ জুলাই বিকেল ৩টার দিকে ভাইয়ের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ চাইলে তাকে মারধর করে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী খদেজা বিউটিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

তার অভিযোগ, পূর্বেও তার মেয়েকে বিভিন্ন সময় টাকার প্রলোভন দেখিয়ে সপ্তাহ ও মাস চুক্তিতে বিভিন্ন স্থানে রেখে আসতেন অভিযুক্ত আকরাম আলী।

ঘটনার পর ভুক্তভোগী খদেজা বিউটি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন