সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও পলিথিনবিরোধী অভিযান শুরু

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই মাসের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে ঝিনাইদহে শুরু হয়েছে শিক্ষার্থীদের উদ্যোগে পরিচ্ছন্নতা ও পলিথিনবিরোধী অভিযান। সোমবার সকালে শহরের দেবদারু এভিনিউ থেকে এই কর্মসূচির সূচনা হয়।

জেলা পরিষদের সহায়তায় আয়োজিত ‘স্বচ্ছ শহর, সজাগ ইতিহাস’ নামের এই উদ্যোগে অংশ নিয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থী। ঝাড়ু, বেলচা ও কোদাল হাতে তারা শহরের সড়ক, বসার স্থান ও আশপাশের স্থাপনা পরিষ্কার করেন।

কর্মসূচির নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ইলমা খাতুন জানান, “পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা এই অভিযান শুরু করেছি যাতে অন্যরাও সচেতন হয় ও অনুপ্রাণিত হয়।” তিনি আরও বলেন, “শুধু শহর পরিচ্ছন্ন করাই নয়, পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা গড়াই আমাদের মূল লক্ষ্য।”


আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় পরিচ্ছন্নতার পাশাপাশি পলিথিন বর্জনের আহ্বান জানানো হবে। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন