রাজনীতি

চাঁদাবাজদের ঠাঁই নেই, আগে ঘর ঠিক করুন: হাসনাত আব্দুল্লাহ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দলকে চাঁদাবাজদের আশ্রয়স্থল হতে দেওয়া যাবে না।

এজন্য দলকে সুসংগঠিত করতে হলে সবার আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালানো প্রয়োজন।

 

সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, “শুধু উৎসুক জনতা দিয়ে দল চালানো যাবে না। সংগঠনকে ভিত্তি থেকে শক্তিশালী করতে হবে। ভালো মানুষদের দলে টানতে হবে, আর চাঁদাবাজ-দলবাজদের দূরে রাখতে হবে।”

 

দক্ষিণাঞ্চলের এই নেতার মতে, “মানুষের কাছে যেতে হবে। তাদের আস্থা অর্জন করতে হবে। সংগঠনের ভেতর থেকে দুর্বলতা দূর না করলে বড় কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়।”

 

এর আগে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে ময়মনসিংহ শহরে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র-জনতা শহরের কেন্দ্রস্থলে এসে জড়ো হলে পুরো নগরীতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় নেতারা হোটেল মোস্তাফিজে এসে পৌঁছান এবং বিকেল সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে পদযাত্রার মূল অনুষ্ঠান শুরু হয়।

 

দেশ গড়তে জুলাই পদযাত্রা”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন